মোট ১১টি জন্ম নিবন্ধন রেজিস্টার রয়েছে।যে গুলো জন্ম নিবন্ধন কাজে বিধি সম্মতভাবে ব্যবহার করা হয।এতে করে ইউনিয়নে কতজন লোক বসবাস করেন তাহা সুন্দর ভাবে জানা যায় । লোোকের সংখ্যা গননা করা যায়। প্রতি বছর কত শিশু জনামগ্রহন করছে সে সম্পর্কে সুসপষ্ট ধারনা লাভ করা যায়। জন্ম নিবন্ধন বইতে জন্ম নিবন্ধন লিপিবদ্ধ তাকায় যে কেউ তার প্রয়োজন অনুসারে জনাম নিবন্ধন কার্ড তুলে নিয়ে যেতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস