রাজাপুর ইউনিয়নের অবস্থান মাগুরা জেলার, মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজারের প্রাণ কেন্দ্র থেকে সামান্য দুরে। এর চারিদিকে পরিবেষ্টিত রয়েছে বাজারের দোকান পাট,তরকারি বাজার , মৎস্য বাজার, সুপারি বাজার ও বাজাারের নাম করা চিড়া মিল। ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বে প্রকৃতির স্পর্শে গড়ে উঠেছে সবুজে ঘেরা অরন্য। এছাঢা পশ্চিম পার্শ্বে প্রবাহমান নদী নবগঙ্গা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস